• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাতক্ষীরা পলিটেকনিকে ক্লাস চালুর দাবিতে বিক্ষোভ

  এস পি আই প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৯
বিক্ষোভ কর্মসূচি
২য় শিফটের ক্লাস চালুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ (ছবি : দৈনিক অধিকার)

সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে ২য় শিফটের ক্লাস চালুর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির ২য় শিফটের শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

জানা যায়, দেশের সকল সরকারি পলিটেকনিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৪ বছরের কোর্সে ২টি শিফট চালু আছে। একই শিক্ষক দ্বারা ২টি শিফটের ক্লাস পরিচালনা করা হয়। তবে এ ক্লাস নেওয়ার জন্য শিক্ষকদের ১ম শিফটে প্রদত্ত ভাতা ও বেতনের ৫০ শতাংশ দেওয়া হয়। কিন্তু গত বছরের মাঝামাঝি সময়ে কারিগরি শিক্ষা বোর্ড ২য় শিফটের সেই বেতন-ভাতা ৫০ শতাংশের পরিবর্তে ২৫ শতাংশ ধার্য করে।

শিক্ষকদের অভিযোগ, ১ম ও ২য় শিফটের জন্য একই সময় ও পরিশ্রম করতে হয়। তারপরও বেতন ভাতা কম কেন?

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত ১ ফেব্রুয়ারি থেকে ২য় শিফটের ক্লাস বর্জন করেন শিক্ষকরা। বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি এ সিদ্ধান্ত গ্রহণ করে। বর্তমানে ২য় শিফটের ক্লাস বন্ধ রয়েছে। এতে অনিশ্চয়তার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের লেখাপড়া।

আরও পড়ুন : এসএসসির পঞ্চম দিনে শিক্ষকসহ বহিষ্কার ১৩৪

এ সময় ইলেকট্রনিক্স টেকনোলজি বিভাগের এক শিক্ষার্থী বলেন, ক্লাস বন্ধ থাকায় আমাদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে। অতি দ্রুত এ সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ২য় শিফটের ক্লাস স্থগিত থাকবে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড