• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

এসএসসির পঞ্চম দিনে শিক্ষকসহ বহিষ্কার ১৩৪

  শিক্ষা ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৭
এসএসসির পঞ্চম দিন
এসএসসির পরীক্ষা (ছবি : সংগৃহীত)

এসএসসির পঞ্চম দিনে গণিত পরীক্ষায় শিক্ষক-শিক্ষার্থীসহ মোট ১৩৮ জনকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে শিক্ষার্থী ১৩৪ জন এবং কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষক রয়েছেন ৪ জন। এছাড়া পরীক্ষার হলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৯৩৮ জন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, এসএসসি পরীক্ষার পঞ্চম দিনে গণিত পরীক্ষায় ঢাকা বোর্ডের ১ হাজার ৯৫৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৭১৫ জন, রাজশাহী বোর্ডে ৮০৭ জন, বরিশাল বোর্ডের ৫৮৬ জন, সিলেট বোর্ডের ৪৮৯ জন, দিনাজপুর বোর্ডের ৬৬৪ জন, কুমিল্লা বোর্ডের ৪৭০ জন, ময়মনসিংহ বোর্ডে ৫৬২ জন এবং যশোর বোর্ডের ৬৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুন : দ্রুত বিসিএস পরীক্ষা আয়োজনে পিএসসির কর্মশালা

এদিন ঢাকা বোর্ডে ৫০ জন, চট্টগ্রাম বোর্ডে ৭ জন, রাজশাহী বোর্ডে ৬ জন, বরিশাল বোর্ডে ২৪ জন, সিলেট বোর্ডে ১ জন, দিনাজপুর বোর্ডে ১০ জন, কুমিল্লা বোর্ডে ৩ জন, ময়মনসিংহ বোর্ডে ৩০ জন এবং যশোর বোর্ডে ৩ জনসহ মোট ১৩৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে ঢাকা বোর্ডের মোট ৪জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড