• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দ্রুত বিসিএস পরীক্ষা আয়োজনে পিএসসির কর্মশালা

  শিক্ষা ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৪
বিসিএস পরীক্ষা
দ্রুত সময়ের মধ্যে বিসিএস পরীক্ষা আয়োজনে পিএসসির কর্মশালা (ছবি : সংগৃহীত)

দ্রুত সময়ের মধ্যে বিসিএস পরীক্ষা আয়োজন ও ফল প্রকাশ করতে চায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ লক্ষ্যে পিএসসিতে একটি কর্মশালা আয়োজন করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এ বৈঠকে অনলাইন কার্যক্রম সহজীকরণ এবং পরীক্ষা ব্যবস্থাপনা যুগোপযোগী করার লক্ষ্যে প্রশিক্ষণমূলক আলোচনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। তিনি বলেন, ‘মুজিববর্ষকে সামনে রেখে শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার নিমিত্তে প্রজাতন্ত্রের কর্মী বাহিনী স্বচ্ছতার সঙ্গে নির্বাচনের লক্ষ্যে অনলাইন কার্যক্রমকে আরও গতিশীল ও ব্যাপক করা আবশ্যক।’

কর্মশালায় অংশগ্রহণকারীদের আলোচনায় বিসিএস (ক্যাডার) পরীক্ষা, নন-ক্যাডার পরীক্ষা, বিভাগীয় পরীক্ষায় রেজিস্ট্রেশন ও ফল ব্যবস্থাপনা পদ্ধতি উন্নয়ন এবং ফল দ্রুততম সময়ে প্রকাশের লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : মেডিকেল টেকনোলজি ও নার্সিং কোর্স স্বাস্থ্য মন্ত্রণালয়ে

কমিশনের সচিব মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিএসসির সদস্যরা, টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর সহকারী ব্যবস্থাপক এ বি এম মামুন, কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড