• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কালিহাতীতে ৯ শিক্ষককে অব্যাহতি, ১৮ শিক্ষার্থী বহিষ্কার

  শিক্ষা ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৩
পরীক্ষায় দায়িত্বে অবহেলা
এসএসসি পরীক্ষার হলে শিক্ষক (ছবি : সংগৃহীত)

এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে এলেঙ্গা বিএম কলেজ ভেন্যুর ছয়জন এবং তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ভেন্যুর তিনজনসহ মোট নয়জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নকল সরবরাহে দুই শিক্ষক ও সাত ছাত্র বহিষ্কার

তিনি বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এলেঙ্গা বিএম কলেজ ভেন্যুর পাঁচজন, তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ভেন্যুর নয়জন, কালিহাতী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুর একজন এবং কালিহাতী কলেজ ভেন্যুর তিনজনসহ মোট ১৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড