• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষার্থীদের মধ্যে সততার চর্চা বৃদ্ধির নির্দেশ

  শিক্ষা ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৯
সততা ও নৈতিকতা চর্চা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (ছবি :সংগৃহীত)

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতার চর্চা বৃদ্ধির নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেই সঙ্গে দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টি করতেও তাগিদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করে মাউশি।

জানা গেছে, দুর্নীতি প্রতিরোধে নানা সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব কর্মসূচিতে মাঠপর্যায়ের শিক্ষা সংশ্লিষ্টদের সম্পৃক্ত করা হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি সভায় এ বিষয়ে আলোচনা হয়। এ সভা থেকেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে সততা ও নৈতিকতা চর্চা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে বলা হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে।

আরও পড়ুন : গাইড বই থেকে প্রশ্ন তুলে দেওয়ার পক্ষে নয় তুষার

আদেশে বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানে সততা ও নৈতিকতা চর্চা বৃদ্ধির লক্ষ্যে সততা সংঘ, সততা স্টোর, বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দৈনিক সমাবেশে দুদকের শপথ বাক্য পাঠসহ শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা বৃদ্ধির সফল বাস্তবায়নে অধিকতর আন্তরিক ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হলো। এ নির্দেশনা জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নিয়মিত জানাতে বলা হয়েছে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড