• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সভার ভাতা নির্ধারণ

  শিক্ষা ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২০
ইউজিসি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ছবি : সংগৃহীত)

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সুশাসন ও আর্থিক শৃঙ্খলা সুনিশ্চিত করতে অভিন্ন হারে সিটিং অ্যালাউন্স নির্ধারণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ইউজিসির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিন্ডিকেট ও অর্থ কমিটির সভার ওপর এই অ্যালাউন্স নির্ধারণ করা হয়েছে।

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের রেজিস্ট্রারকে পত্র মারফত সিদ্ধান্তটির ব্যাপারে জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সিটিং অ্যালাউন্সের নামে যত্রতত্র টাকা খরচের অভিযোগ ছিল। এ ক্ষেত্রে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এক লাখ টাকা পর্যন্ত ব্যয়ের অভিযোগও ওঠে। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্যদের নামমাত্র যাতায়াত খরচটাও দিত। মূলত এটাকে বিবেচনায় নিয়েই এই নির্দেশনা দিয়েছে ইউজিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত সিন্ডিকেট, অর্থ কমিটি, অ্যাকাডেমিক কাউন্সিল ও নিয়োগ কমিটির সভায় আগত বাহিরের সদস্যগণকে সিটিং অ্যালাউন্স বাবদ বিভিন্ন হারে ভাতা প্রদান করা হয়।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সিন্ডিকেট সভার ক্ষেত্রে ন্যূনতম ৪ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা, অর্থ কমিটির সভার জন্য ন্যূনতম ৩ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার টাকা, অ্যাকাডেমিক কাউন্সিল এবং নিয়োগ কমিটির জন্য ৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন : এসএসসি পরীক্ষায় সৌদিতে ১৪৮ শিক্ষার্থী

বাহিরের সদস্যগণ প্রাপ্যতা অনুযায়ী প্রকৃত যাতায়াত ভাড়া পাবেন বলে পত্রে উল্লেখ করা হয়েছে। কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত পত্রটি ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের রেজিস্ট্রারদের প্রেরণ করা হয়েছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড