• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

  শিক্ষা ডেস্ক

৩০ জানুয়ারি ২০২০, ২০:২১
শিক্ষক বরখাস্ত
ময়মনসিংহ ম্যাপ (ছবি : দৈনিক অধিকার)

অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছার পদুরবাড়ী হাইস্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্কুল ফান্ডের সর্বমোট ১ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বুধবার (২৯ জানুয়ারি) প্রধান শিক্ষকের বিরুদ্ধে বাদী হয়ে ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি মীর আব্দুল্লাহ আল আওয়াল।

অভিযোগ রয়েছে, পদুরবাড়ী হাইস্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান পূর্ববর্তী সভাপতির মেয়াদ পার হওয়ার পর তার স্বাক্ষর জাল করে স্কুলের ফান্ড থেকে তিনটি চেকের মাধ্যমে ১ লক্ষ ৩০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

জানা যায়, ২০১৮ সালের অক্টোবর মাসে মীর আব্দুল্লাহ আল আওয়াল সভাপতি হিসেবে নির্বাচিত হন। তবে, প্রধান শিক্ষক মিজানুর রহমান অবৈধভাবে সে বছর ১০ অক্টোবর ৬০ হাজার টাকা, ২০১৯ সালের ৩১ জানুয়ারি ৫০ হাজার টাকা, ৪ মার্চ ২০ হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলন করেন। এসব টাকা উত্তোলনে তিনি আগের সভাপতির স্বাক্ষর ব্যবহার করেছেন। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি তাকে কারণ দর্শানোর নোটিশ দিলেও তা গ্রহণ করেননি প্রধান শিক্ষক।

আরও পড়ুন : আসছে ২৬ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

অবশেষে চলতি বছরের ১৮ জানুয়ারি অর্থ আত্মসাৎসহ আরও ১৮টি অভিযোগ এনে তাকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল ম্যানেজিং কমিটি।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড