• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্ধ হচ্ছে না প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : গণশিক্ষা প্রতিমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি ২০২০, ১০:৩৭
জাকির হোসেন
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন (ছবি : সংগৃহীত)

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, আপাতত সরকারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ করার পরিকল্পনা নেই।

সোমবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এসব কথা বলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি আরও বলেন, চলতি বছরে প্রাথমিক স্তরে ভর্তির হার ৯৭ দশমিক ৭৪ ভাগ। সারা দেশে বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুকে ভর্তির জন্য সরকারগৃহীত সকল কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং তাদের পাঠদানে সম্পৃক্ত করার জন্য ভর্তি করা হয়েছে। এতে বিদ্যালয় গমনোপযোগী প্রায় শতভাগ শিশুকে ভর্তির লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

আরও পড়ুন : জবি শিক্ষক সমিতির নির্বাচন আজ

সরকারি দলের নূর মোহাম্মদের প্রশ্নের জবাবে গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে বয়স্ক সাক্ষরতার হারে পুরুষের চেয়ে নারীরা গড়ে ৫ শতাংশ পিছিয়ে আছেন। বর্তমানে সাক্ষরতার হার ৭৩ দশমিক ৯ শতাংশ। পুরুষ সাক্ষরতার হার ৭৬ দশমিক ৭ শতাংশ আর নারী সাক্ষরতার হার ৭১ দশমিক ২ শতাংশ।

ওডি/এসজেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড