• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্কুলে সংবিধান পড়া বাধ্যতামূলক!

  শিক্ষা ডেস্ক

২৩ জানুয়ারি ২০২০, ১৭:২৩
সংবিধানের প্রস্তাবনা পড়া বাধ্যতামূলক
ভারতের সংবিধান। (ছবি : সংগৃহীত)

স্কুলে সংবিধানের প্রস্তাবনা পড়া বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে ভারতের মহারাষ্ট্র সরকার। দেশটিতে চলমান নাগরিকত্ব আইন (এনআরসি) বিরোধী আন্দোলনের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হলো।

মঙ্গলবার (২১ জানুয়ারি) মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড় নতুন নিয়মের কথা জানান। জনস্বার্থে ‘সার্বভৌমত্ব সংবিধান’ কর্মসূচির অংশ হিসেবে এই নিয়ম কার্যকর করা হচ্ছে।

উদ্ধব ঠাকরের সরকারের নির্দেশ, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে প্রার্থনার সময় শিক্ষার্থীদের পাঠ করতে হবে সংবিধানের প্রস্তাবনা।

শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড় বলেন, ভারতীয় সংবিধানের গুরুত্ব, স্বাধীনতা, বিচারব্যবস্থা, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও মূল্যবোধ সম্পর্কে সকলের অবগত হওয়া প্রয়োজন। সংবিধান সম্পর্কে সম্যক জ্ঞান জরুরি। সেই কারণে প্রতিদিন সকালে প্রার্থনার সময় ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করতে হবে শিক্ষার্থীদের। এতে তারা আরও বেশি দায়িত্ববান এবং উন্নত নাগরিক হয়ে গড়ে উঠবে। ২৬ জানুয়ারি থেকে এটি কার্যকর করছি।

আরও পড়ুন : মাত্রাতিরিক্ত বায়ু দূষণ, ব্যাংককে ৪৫০ স্কুল বন্ধ

রাজ্যের প্রতিটি স্কুলে এই নির্দেশিকা পালন করা হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা কমিশনারকে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড