• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৮০ স্কুলের অংশগ্রহণে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি

  শিক্ষা ডেস্ক

২৩ জানুয়ারি ২০২০, ১৪:২০
বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা
বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা ২০২০ শুরু হতে যাচ্ছে আগামী শনিবার থেকে। এ প্রতিযোগিতায় ৮০ স্কুলের অংশগ্রহণ করবে।

বুধবার (২২ জানুয়ারি) টুর্নামেন্টের লোগো ও জার্সি উন্মোচন করা হয়। তেজগাঁওয়ের ফ্যালকন হলে লোগো উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে ১০০টি ইভেন্ট আয়োজন করেছে তার মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজন করছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা।’

মার্চের শুরুর দিকে প্রত্যেক ভেন্যু থেকে দুটি করে (চ্যাম্পিয়ন ও রানার্সআপ) ১৮টি স্কুল নিয়ে মওলানা ভাসানীতে শুরু হবে চূড়ান্তপর্বের খেলা। গ্রুপপর্বে নকআউট ভিত্তিতে খেলা হলেও চূড়ান্তপর্বে লিগভিত্তিতে হবে। চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুর ও গোপালগঞ্জ ভেন্যুতে অংশ নেবে আটটি করে স্কুল।

আরও পড়ুন : এইচএসসির কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ

দিনাজপুর, রংপুরে ও ময়মনসিংহে অংশ নেবে নয়টি করে দল। খুলনা ভেন্যুতে ১০টি এবং রাজশাহী ভেন্যুতে অংশ নেবে ১১টি স্কুল।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, ২৫ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে নয়টি ভেন্যুতে খেলা শুরু হবে। এবার কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার কোচদের।

ওডি/এসজেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড