• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেশন ফিয়ের নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ

  শিক্ষা ডেস্ক

২১ জানুয়ারি ২০২০, ২২:০৮
অতিরিক্ত অর্থ আদায়
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (ছবি :সংগৃহীত)

ভর্তি, ফরম পূরণ ও সেশন ফিয়ের নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের কাছ থেকে এ ধরনের অর্থ আদায়কে শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করেছে তারা।

সোমবার (২০ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত লিখিত নির্দেশনা আঞ্চলিক পরিচালক ও সব জেলা-উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

দেশের সকল সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে বিভিন্ন স্তরে শিক্ষার্থী ভর্তি, সেশন ফি ও ফরম পূরণে নির্ধারিত ফিয়ের অতিরিক্ত টাকা আদায় অভিযোগের প্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়।

শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. গোলাম ফারুক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সারা দেশব্যাপী সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের বিভিন্ন স্তরে শিক্ষার্থী ভর্তি, সেশন ফি ও ফরম পূরণে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্ধারিত ফিয়ের অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ পাওয়া গেছে। যা বিধি পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।

আরও পড়ুন : গাইড কিনতে বাধ্য করা শাস্তিযোগ্য অপরাধ

তাই সব অঞ্চল, জেলা, উপজেলা ও থানার শিক্ষা কর্মকর্তাদের এসব বিধি বহির্ভূত কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সমন্বিত মনিটরিংয়ের আওতায় বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে মনিটর করা হচ্ছে কি না তা তদারকির নির্দেশও দেওয়া হয় চিঠিতে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড