• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি, পরীক্ষার্থী সোয়া লক্ষ

  শিক্ষা ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ১৭:০৩
এসএসসি
এসএসসি পরীক্ষা। (ছবি : সংগৃহীত)

চলতি বছর প্রথমবারের মতো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বোর্ডের অধীনে আসন্ন পরীক্ষায় ১ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে। এরমধ্যে ৬৬ হাজার ৫৭১ জন ছাত্র ও ৬১ হাজার ৩৫ জন ছাত্রী। মোট ১৩১টি কেন্দ্রে ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে কাঠগোলা ভবনে শিক্ষা বোর্ডের অস্থায়ী কার্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল।

চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে এসএসসি পরীক্ষার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লোকবল সংকট থাকা সত্ত্বেও ইতোপূর্বে সফলভাবে জেএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন : ‘কারিগরিতে পড়ুয়ারা সহজেই কর্মসংস্থানের সুযোগ পায়’

সভায় উপস্থিত ছিলেন- বোর্ডের সচিব কিরিট কুমার দত্ত, কন্ট্রোলার মো. শামসুল ইসলাম, ডেপুটি কন্ট্রোলার মোবাশ্বের হোসেন, স্কুল ইন্সপেক্টর দিদারুল ইসলাম, স্কুল অ্যান্ড কলেজ ইন্সপেক্টর হাবিবুর রহমান প্রমুখ।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড