• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘শিক্ষাখাতে বর্তমান সরকারের সফলতা বিশ্বে প্রশংসিত’

  শিক্ষা ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, ১০:৪৮
এনামুল হক শামীম
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম (ছবি : সংগৃহীত)

শিক্ষাখাতে বর্তমান সরকারের সফলতা বিশ্বে প্রশংসিত। বছরের প্রথম দিনে বই দিয়ে শিক্ষায় জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার একমাত্র সরকারি বিদ্যাপীঠ নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠান মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক (অব.) মো. সিরাজ মান্নান, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাবেক সভাপতি ইস্কান্দার আলী মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক, সাবেক রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ, প্রফেসর মোশাররফ আলী, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।

আরও বলেন : ছাপাখানার ভুলে পাঠ্যপুস্তক থেকে একটি অধ্যায় বাদ

পুনর্মিলনীতে বিদ্যালয়ের ১ হাজার ৪০৫ জন প্রাক্তন ছাত্র এবং ৫৭১ জন প্রাক্তন ছাত্রী অংশ নেন তাদের পরিবার নিয়ে। উৎসবমুখর পরিবেশে প্রায় ৫ হাজার মানুষের পদচারণায় মুখরিত থাকে বিদ্যালয়টির মাঠ চত্বর।

ওডি/এসজেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড