• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাউন্ড সিস্টেমে জাতীয় সংগীত পরিবেশনের নির্দেশ

  শিক্ষা ডেস্ক

১৬ জানুয়ারি ২০২০, ২২:৪৩
জাতীয় সঙ্গীত পরিবেশন
শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসেম্বলি (ছবি : সংগৃহীত)

শিক্ষাপ্রতিষ্ঠানে (হাইস্কুল ও কলেজ) অ্যাসেম্বলি করতে অসামর্থ্য হলে শ্রেণি কার্যক্রম শুরুর আগে কেন্দ্রীয় সাউন্ড সিস্টেমের মাধ্যমে একযোগে জাতীয় সংগীত পরিবেশনের নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দেশের সব কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের এ নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

চিঠিতে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ) অ্যাসেম্বলি আয়োজন ও জাতীয় সংগীত পরিবেশনের নির্দেশ দেওয়া হয়।

তবে, রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান দিবা শাখার শিক্ষার্থীদের জন্য খোলা মাঠে সমাবেশ করে না। তারা প্রতিটি শ্রেণিকক্ষে সাউন্ড সিস্টেম স্থাপন করেছে। প্রখর রোদ থেকে বাঁচতে এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানা যায়।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসেম্বলি করা নিতান্তই অসম্ভব, সেসব প্রতিষ্ঠান প্রধানকে শ্রেণি কার্যক্রম শুরুর পূর্বে কেন্দ্রীয় সাউন্ড সিস্টেম ব্যবহার করে সব শ্রেণিকক্ষে একযোগে জাতীয় সংগীত পরিবেশন ও তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড