• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে সরকারি হচ্ছে ২ মাদরাসা

  শিক্ষা ডেস্ক

১৬ জানুয়ারি ২০২০, ০৯:২৭
মাদরাসা
মাদরাসা শিক্ষা অধিদপ্তর (ছবি: সংগৃহীত)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামের ২৮ প্রতিষ্ঠান অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় দুটি মাদরাসা সরকারিকরণ হচ্ছে।

এ মাদরাসা দুটি হলো- পঞ্চগড় সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদরাসা ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদরাসা। ১৯৪৭ সালের আগে থেকে সরকারি আলিয়া মাদরাসা মোট তিনটি। এখনো তাই রয়েছে। নতুন দুটো যুক্ত হলে মোট পাাঁচটি হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৮ প্রতিষ্ঠান সরকারিকরণ প্রসঙ্গে অনুমোদনের বিষয়ে জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে ২০১৮ সালে এক বেসরকারি প্রতিবেদনে বলা হয়েছিল সুখবর আসছে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠিত স্কুল-কলেজ ও মাদরাসার জন্য।

আরও পড়ুন : শিক্ষার্থীরা কোন শাখায় পড়বে তা ঠিক হবে উচ্চ মাধ্যমিকে

জানা যায়, সরকারিকরণের অনুমোদনপ্রাপ্ত ২৮ প্রতিষ্ঠানের একটি তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

ওডি/এসজেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড