• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষকরা মানসম্মত বেতন পাচ্ছেন : গণশিক্ষা প্রতিমন্ত্রী

  শিক্ষা ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ২০:৩৩
শিক্ষকদের বেতন
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন (ছবি : সংগৃহীত)

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, পাকিস্তান আমলে শিক্ষকদের বেতন ছিল ৬০ টাকা। বর্তমান সরকারের আমলে শিক্ষকরা মানসম্মত বেতন পাচ্ছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলায় প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির টাকা দিলে ওই টাকা অপচয় হতে পারে, তাই অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। তাই শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার মান বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, শিক্ষকতা সম্মানজনক পেশা। সেই পেশার মান ধরে রাখতে হবে।

আরও পড়ুন : দুই জেলায় বন্ধ থাকছে শিক্ষক নিয়োগ

কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুলতানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড