• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষকদের ফেসবুক ব্যবহারে ফের নির্দেশনা

  শিক্ষা ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ১৮:১২
শিক্ষকদের ফেসবুক ব্যাবহার
শ্রেনিকক্ষে শিক্ষকের পাঠদান (ছবি : সংগৃহীত)

প্রাথমিকের শিক্ষকদের ফেসবুক ব্যবহারে আগেই সতর্ক করা হয়েছে। সেই নির্দেশনা আবারও মনে করিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বুধবার (১৫ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব (পরিচালক ও পলিসি) খান নুরুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের নানা মন্তব্য ও সমালোচনা করতে দেখা গেছে, যা সরকারি নীতির সঙ্গে যায় না। তাই তাদের সতর্ক করে দিতে ওই নির্দেশনাটির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‌‘ইদানীং ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিক শিক্ষা সম্পর্কে নেতিবাচক স্ট্যাটাস/মন্তব্য ও বিভিন্ন অপপ্রচারমূলক তথ্য প্রদান করা হচ্ছে। এগুলো সরকারি প্রতিষ্ঠানে সামাজিক মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৬ এর পরিপন্থী।’

আরও পড়ুন : দুই জেলায় বন্ধ থাকছে শিক্ষক নিয়োগ

সরকারি প্রতিষ্ঠানে যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকার অনুযায়ী, প্রাথমিক শিক্ষা তথা সরকারের বিরুদ্ধে কোন ধরণের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস/ মন্তব্য প্রদান করা যাবে না। এছাড়া এ ধরনের কোনো কিছু শেয়ার করার ব্যাপারে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকতে হবে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড