• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন গণিত পাঠ্যবইতে বাংলা সাহিত্য!

  শিক্ষা ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ১৬:২৫
গণিত পাঠ্যবইতে বাংলা সাহিত্য
অষ্টম শ্রেণির গণিত পাঠ্যবই (ছবি : সংগৃহীত)

চলতি বছরের নতুন গণিত পাঠ্যবইতে বাংলা সাহিত্যের দুটি অধ্যায় ঢুকে যাওয়ার অভিযোগ উঠেছে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজের আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এমন অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঐ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, অষ্টম শ্রেণির ২৬ জন শিক্ষার্থীর গণিত বইয়ে বীজগণিতের সূত্রাবলি ও প্রয়োগ অধ্যায়ের বদলে বাংলা সাহিত্যের তৃতীয় থেকে চতুর্থ অধ্যায়ের ৪১ থেকে ৬০ পৃষ্ঠা পর্যন্ত ছাপা হয়েছে। এটি বই বাঁধাইয়ের ত্রুটি হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আল-আমিন সরকার বলেন, ‘অষ্টম শ্রেণির গণিত বইতে তৃতীয় অধ্যায়ে বীজগণিতের বদলে বাংলা সাহিত্যের ‘উদ্যম ও পরিশ্রম’ এবং ‘পল্লি সাহিত্যর গল্প’—এ দুটি অধ্যায় ঢুকে গেছে। সূচিতে ওইখানে অঙ্কের যে বিষয়গুলো থাকার কথা, সেগুলো অন্তর্ভুক্ত হয়নি। তবে পেজ নম্বর ঠিকই রাখা হয়েছে। এতে শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হচ্ছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন বলেন, ‘বিষয়টি শ্রেণিশিক্ষকের মাধ্যমে আমি জানতে পেরেছি। কর্তৃপক্ষকে শীঘ্রই জানানো হবে।’

আরও পড়ুন : ১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘ঐ বিদ্যালয় থেকে কেউ আমাকে বিষয়টি অবগত করেনি। তবে ভুল ছাপানো হয়ে থাকলে বইগুলো পরিবর্তনের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে ২৬ জন শিক্ষার্থীকে বইগুলো পরিবর্তন করে দেওয়া হবে। ত্রুটির বিষয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড