• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বানান ভুল করায় শিক্ষার্থীর হাত কেটে দিলেন শিক্ষিকা

  শিক্ষা ডেস্ক

১৪ জানুয়ারি ২০২০, ০৮:৩৪
আফরিন খাতুন
আহত ছাত্রী আফরিন খাতুন (ছবি : সংগৃহীত)

ঈশ্বরদীতে পঞ্চম শ্রেণির ছাত্রী আফরিন খাতুনের হাত কেটে দিয়েছেন শিক্ষিকা। বানান ভুল করায় ওই ছাত্রীর হাত কেটে দেওয়া হয় বলে জানা গেছে।

সোমবার (১৩ জানুয়ারি) ঈশ্বরদীর ফতেমোহাম্মদপুর এলাকার সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটে। আফরিন খাতুন ফতেমোহাম্মদপুর এলাকার আকবর হোসেনের মেয়ে।

ভুক্তভোগী ছাত্রী জানায়, ক্লাসে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের একটি প্রশ্নের উত্তরে ‘শফিউল্লাহ’ বানানে ‘হ’ এবং ‘নেতৃত্ব’ বানানে ‘ত’-এর নিচে ‘ব’ যুক্ত না করায় শিক্ষিকা সাথী খাতুন তার হাতের তালুতে সজোরে কয়েকটি বেত্রাঘাত করলে হাত কেটে রক্তক্ষরণ হয়।

ছাত্রীর বাবা আকবর হোসেন বলেন, ‘মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পর বিষয়টি জানতে পারি। তার হাতে রক্তক্ষরণ হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল থেকে ফিরে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানাই।’

এ বিষয়ে শিক্ষিকা সাথী খাতুন বলেন, ‘শিশুটিকে বেত্রাঘাত করে ভুল করেছি, আমি অনুতপ্ত।’

আরও পড়ুন- সার্টিফিকেট বাণিজ্য বন্ধে মনিটরিং হচ্ছে : শিক্ষামন্ত্রী

অধ্যক্ষ রহিমা খাতুন বলেন, ‘শিশুটির অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সমঝোতা করার চেষ্টা করছি।’

ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মৃণাল কান্তি সরকার বলেন, ‘অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

ওডি/এসজেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড