• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষা উপমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়ে অসাধু কর্মকাণ্ড

  শিক্ষা ডেস্ক

১৩ জানুয়ারি ২০২০, ২২:২৩
অসাধু কর্মকাণ্ড
ভুয়া ভিজিটিং কার্ড। (ছবি : সংগৃহীত)

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়ে অসাধু কর্মকাণ্ড করে যাচ্ছে রেজাউল হোসেন রেজা নামের এক ব্যক্তি। তবে এই নামে শিক্ষা উপমন্ত্রীর কোন ব্যক্তিগত কর্মকর্তা নেই।

সোমবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রেজাউল হোসেন রেজা নামের ওই ব্যক্তি শিক্ষা মন্ত্রণালয়ের স্টিকার যুক্ত গাড়ি, ভুয়া ভিজিটিং কার্ড ব্যবহার করে আসছেন দীর্ঘ দিন ধরে।

জনসংযোগ কর্মকর্তা জানান, শিক্ষা উপমন্ত্রীর নাম ভাঙিয়ে এহেন কর্মকাণ্ডের ফলে শিক্ষা উপমন্ত্রীর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

এ ব্যাপারে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সকল সেবা যথাযথ নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। কুচক্রী মহলের প্রতারণা থেকে সকলে সাবধান থাকবেন।

আরও পড়ুন : ৪০ লাখ শিক্ষার্থীকে ৫০০ টাকা করে দেবে সরকার

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি এ ঘটনায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় রেজাউল হোসেন রেজার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নম্বর-৫৯৬।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড