• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্কুল মাঠে মেলার অনুমতি, প্রধান শিক্ষক বরখাস্ত

  শিক্ষা ডেস্ক

১৩ জানুয়ারি ২০২০, ১৬:৫৫
মেলার স্টল
স্কুল মাঠে মেলার স্টল সাজানো হচ্ছে (ছবি : সংগৃহীত)

গাজীপুরের শ্রীপুরের মাওনা জে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিমকে বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের খেলার মাঠে মাসব্যাপী মেলা আয়োজনের অনুমতি দেওয়ায় তাকে বরখাস্ত করা হয়। সে সঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিলেরও চিঠি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন।

শিক্ষা কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মেলার অনুমতি দেন স্কুলটির প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুস সালাম মোল্লা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি তদন্ত করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রতিবেদন পাঠান। এরপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক ইফতেখার হোসেন ভূঁইয়া সেই প্রতিবেদন পর্যালোচনা করে বরখাস্তের চিঠি ইস্যু করেন।

আরও পড়ুন : ই-রিকুইজিশনে ভুল তথ্য দিলে ব্যবস্থা

প্রসঙ্গত, সম্প্রতি গাজীপুরের শ্রীপুরের মাওনা বহুমুখী উচ্চবিদ্যালয়, মাওনা জে এম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাওনা ঈদগাহ ময়দানে মাসব্যাপী তাঁতশিল্প মেলার আয়োজন করা হয়েছে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড