• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশেষ মঞ্জুরির টাকা পেতে আবেদন শুরু ১ ফেব্রুয়ারি

  শিক্ষা ডেস্ক

০৮ জানুয়ারি ২০২০, ২২:১৯
বিশেষ মঞ্জুরি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (ছবি : সংগৃহীত)

শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ২০১৯-২০২০ অর্থবছরের রাজস্ব বাজেটের বিশেষ মঞ্জুরির টাকা পেতে আবেদন গ্রহণ শুরু হবে ১ ফেব্রুয়ারি। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে।

বুধবার (৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মাউশির ওয়েবসাইটে বিশেষ মঞ্জুরির টাকার আবেদন করা যাবে।

জানা গেছে, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা এবং চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান প্রাপ্তির আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে দুস্থ, প্রতিবন্ধী, অসহায়, গরিব ও মেধাবী, অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও মঞ্জুরির আবেদন করতে পারবেন।

এছাড়া দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত বা এমপিওভুক্ত বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাব পত্র তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, পাঠাগার উন্নয়ন ও প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব করার জন্য বিশেষ মঞ্জুরির আবেদন করা যাবে। তবে বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার অসচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, বিশেষ মঞ্জুরির অনুদান পেতে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে আবেদন করতে হবে। ‘শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আবেদন ফরম’ বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

আরও পড়ুন : ফেব্রুয়ারিতে ১৬তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল

সূত্র আরও জানায়, স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদনের সঙ্গে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে বিভাগীয় প্রধানের প্রত্যয়ন পত্র সংযুক্ত করতে হবে। আর শিক্ষক ক্যাটাগরিতে আবেদন করতে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সনদ অবশ্যই সংযুক্ত করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির প্রত্যয়ন পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। তবে আবেদনের কোনো হার্ডকপি গ্রহণ করা হবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড