• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধান শিক্ষকের কক্ষে মিলল নিষিদ্ধ লেকচার গাইড!

  শিক্ষা ডেস্ক

০৬ জানুয়ারি ২০২০, ১৪:৩৯
বই
গাইড বই (ফাইল ছবি)

নাটোরের লালপুর উপজেলায় প্রধান শিক্ষকের কক্ষে বিপুল পরিমাণ নিষিদ্ধ লেকচার গাইড বই পাওয়া গেছে। এ ঘটনায় ওই কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কক্ষে লেকচার প্রকাশনীর ২৪০টি গাইড বই দেখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হায়দার আলী। ওই প্রধান শিক্ষক শরীফা বেগমের বিরুদ্ধে শিক্ষার্থীদের গাইড বই ক্রয়ে বাধ্য করার অভিযোগ রয়েছে। তিনি লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক শরীফা বেগম নতুন বছরের প্রথম দিন থেকেই বিভিন্ন শ্রেণিতে গিয়ে লেকচার পাবলিকেশন্সের গাইড বই কিনতে ছাত্রীদের চাপ দিতে থাকেন। শিক্ষার্থীরা বিই কিনতে না চাইলে শিক্ষকরা বিরূপ আচরণ করেন। একপর্যায়ে বাধ্যতামূলকভাবে সহকারী শিক্ষকদের মাধ্যমে প্রধান শিক্ষক ওই প্রকাশনীর গাইড বই কেনার জন্য চাপ দিলে ছাত্রীরা তাদের অভিভাবকদের জানায়। পরে অভিভাবকরা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে বিষয়টি জানালে তারা ঘটনার সত্যতা যাচাই করতে বিদ্যালয়ে আসেন।

আরও পড়ুন- বেকারত্ব ঘুচবে কারিগরি শিক্ষায় : শিক্ষা উপমন্ত্রী

প্রধান শিক্ষক শরীফা বেগম ঘটনা অস্বীকার করে বলেন, ‘আমি ছুটিতে ছিলাম তাই গাইড বই সম্পর্কে কিছু জানি না। উপজেলা শিক্ষক সমিতির নেতারাও এই কক্ষ ব্যবহার করে থাকতে পারেন। গাইড কিনতে ছাত্রীদের বাধ্য করার অভিযোগটিও সঠিক নয়।’

ওডি/এসজেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড