• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘কল্যাণ ট্রাস্টে টাকা রাখা বাধ্যতামূলক না’

  শিক্ষা ডেস্ক

১৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৫০
কল্যাণ ট্রাস্ট
শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু (ছবি : সম্পাদিত)

শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেছেন, একজন শিক্ষক হিসেবে আমি চাই শিক্ষকরা অধিক সুবিধা পাক। কল্যাণ ট্রাস্টের আইন অনুযায়ী একজন শিক্ষক যে টাকা বেতন পাবেন, তার ২ শতাংশ টাকা কল্যাণ ট্রাস্টে কন্ট্রিবিউশন করবেন। আর ৪ শতাংশ অবসর বোর্ডে রাখবেন।’

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ব্যানবেইসের কল্যাণ ট্রাস্টের কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

সচিব জানান, আইনে সুস্পষ্ট ভাবে বলা আছে; যদি কেউ চাঁদা রাখতে অস্বীকার করে, তাহলে তিনি কল্যাণ সুবিধা পাবেন না। এটা কিন্তু বাধ্যতামূলক না। আমি আবারও বলছি, চাঁদাটা বাধ্যতামূলক না।

অধ্যক্ষ বলেন, ‘আমরাও চাই সরকার শিক্ষকদের অধিক সুবিধা দিক। শিক্ষাকে জাতীয়করণ করা হোক। জাতীয়করণ এখন সময়ের ব্যাপার। বর্তমান শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী, কর্মবীর শিক্ষামন্ত্রী বিষয়গুলো নিয়ে ভাবছেন। এগুলো নিয়ে আমরাও কথা বলছি।’

৪ শতাংশ কর্তন নিয়ে হাইকোর্টের দেওয়া রুলের বিষয়ে মো. শাহজাহান বলেন, ‘ব্যাপারটা যেহেতু আইনের আওতায় আছে। আমরা যতটুকু শুনেছি হাইকোর্ট রুল দিয়েছে। তবে আমরা এখনো কপি পাইনি। যদি আমরা রুলের কপি পাই; তাহলে আমাদের আইনজীবীর পরামর্শ অনুযায়ী যেটা করার সেটাই করব।’

অতিরিক্ত ২ শতাংশ টাকা নেওয়ার বিষয়ে কল্যাণ ট্রাস্টের এই সচিব বলেন, ‘আমাদের টার্গেট ছিল ২ শতাংশ যদি অতিরিক্ত কার্যকর করা হয় তাহলে তিন মাসের মধ্যে আমরা আবেদনগুলো নিষ্পত্তি করতে পারব। আমরা চাই শিক্ষাবান্ধব এ সরকার শিক্ষকদের জন্য বিশেষ বরাদ্দ দিয়ে হলেও এ সংকট সমাধান করবেন।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড