• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরবর্তী শিক্ষক নিয়োগ জানুয়ারিতে

  শিক্ষা ডেস্ক

১৩ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৬
শিক্ষক নিবন্ধন
শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম আশফাক হুসেন (ছবি : সংগৃহীত)

পরবর্তী শিক্ষক নিয়োগ জানুয়ারিতে হতে পারে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম আশফাক হুসেন। তিনি বলেন, ‘ডিসেম্বরেই পরিকল্পনা ছিল। কয়েকটা বিশেষ কারণে একটু দেরি হয়েছে। তবে জানুয়ারিতে আমরা বিজ্ঞাপন দিতে পারব বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘আশা করি গত বছরের অর্থাৎ ১৫তম শিক্ষক নিবন্ধনের ফল জানুয়ারির প্রথম সপ্তাহে তৈরি হয়ে যাবে। ১৫তম নিবন্ধন প্রত্যাশীদের দরখাস্ত করার সুযোগ দেওয়া না হলে তাদের প্রতি অবিচার করা হবে। কেননা গতবার আমরা ১৪তম নিবন্ধনের ফল বের হওয়ার পরে তাদের সুযোগ দিয়েছি। প্রতি বছর দেওয়া হলে এবার সুযোগ দেওয়াটা অনেকটা যৌক্তিক কারণ হিসেবে রয়ে গেল।’

চেয়ারম্যান বলেন, ‘অন্যদিকে জানুয়ারির আগে দিতে গেলে ই-রিকুইজিশন শেষ করতে হবে। ই-রিকুইজিশন অন্যান্য বছর দুই থেকে তিন সপ্তাহ সময় দেওয়া হতো। এবার যাতে নিখুঁত করা যায় সেজন্য আমরা পরিকল্পনা করছি ১ মাস দেব। পুরো মাসে ই-রিকুইজিশনে চললে আমি চাইলেও জানুয়ারির আগে বিজ্ঞাপন দিতে পারব না।’

আশফাক হুসেন বলেন, ‘আমরা চাই না তাড়াহুড়া করতে গিয়ে তারা একটা ভুল করুক, আমরা বিপদে পড়ি। তার চেয়ে ১ মাস দেরি হলেও (ডিসেম্বরের যায়গায় যদি জানুয়ারিতে বিজ্ঞাপন) একটা নিখুঁত নিয়োগ হলে, সেটাই ভালো। তাই আমরা জানুয়ারিতেই করব।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড