• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

  শিক্ষা ডেস্ক

১১ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৭
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক
সহকারী শিক্ষক কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ( ছবি : সংগৃহীত)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাঝেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রমজান আলীকে সভাপতি এবং জালিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় আগামী ৩ বছরের জন্য ৮১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সাবেক সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র নাথের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রমোথেশ দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কল্যাণ ব্রত বিশ্বাস, মহানগরের সভাপতি আব্দুল মালেক, জেলার সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, জেলা শাখার সিনিয়র সহসভাপতি বুরহান উদ্দিন, সহসভাপতি বিপুল রঞ্জন সরকার, উপদেষ্টা নিকেতন দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মালেক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মোহন দাস, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শিবলু।

আরও পড়ুন : পরীক্ষাকেন্দ্র ছাড়া অন্য স্কুল চালু রাখার নির্দেশ

এ সময় বক্তব্য রাখেন গোয়াইনঘাট শাখার সভাপতি আব্দুস শুক্কুর, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় চৌধুরী, ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম, কোম্পানীগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক মো. শামছুন নূর, জৈন্তাপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড