• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাধ্যমিক স্কুলে ভর্তির বয়স নির্ধারণ

  শিক্ষা ডেস্ক

১০ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৪
শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয় (ছবি : দৈনিক অধিকার)

সরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী ভর্তির বয়স নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম শ্রেণিতে ভর্তির বয়স অনুসারে পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে হবে তাদের। এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মোকছেদ আলী নির্দেশনা পত্রে স্বাক্ষর করেন।

২০১৫ সালে ১ম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স পাঁচ বছর নির্ধারণ করা হয়। পরে ২০১৬ সালে তা ৬ বছর করা হয়। ফলে পরবর্তী শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়স কীভাবে নির্ধারিত হবে তা নিয়ে দ্বিধায় পড়েছিলেন প্রতিষ্ঠান প্রধান ও ভর্তি কমিটির সদস্যরা। এ জটিলতা নিরসনে ভর্তির বয়স নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ড. মো. মোকছেদ আলী স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ২০১৫ সালে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীর বয়স অনুসারে পরবর্তী শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণ করতে হবে। আর ২০১৬ সালে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীর বয়স অনুসারে পরবর্তী শ্রেণিতে তার বয়স নির্ধারণ করতে হবে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড