• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুজিববর্ষের শুরুতে শিক্ষকদের পদায়নের দাবি

  শিক্ষা ডেস্ক

১০ ডিসেম্বর ২০১৯, ১৫:৫২
ময়মনসিংহ ম্যাপ
ময়মনসিংহ ম্যাপ (ছবি : দৈনিক অধিকার)

মুজিববর্ষের শুরুতে সরকারিকৃত কলেজগুলোর শিক্ষকদের দ্রুত পদায়নের দাবি জানিয়েছে সরকারিকৃত কলেজ শিক্ষক সমিতির ময়মনসিংহ বিভাগীয় কমিটি। একই সঙ্গে দ্রুততম সময়ে এসব কলেজের শিক্ষকদের পদ-সৃজন ও অ্যাডহক নিয়োগ সম্পন্ন করার দাবি জানানো হয়।

রবিবার (৮ ডিসেম্বর) ময়মনসিংহ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত সমিতির বিভাগীয় কমিটির সভায় এ দাবি জানান শিক্ষক নেতারা।

এ সময় শিক্ষকরা অভিযোগ করে বলেন, ২০১৮ সালে কলেজগুলো সরকারিকরণের পর অনেক শিক্ষক অবসরে চলে যাওয়ায় সরকারি সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন। সভায় বৃহত্তর ময়মনসিংহের প্রায় ২৫টি সরকারিকৃত কলেজের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আবদুর রউফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. নুরুন্নবী। সভায় প্রধান আলোচক ছিলেন শিক্ষক নেতা আনোয়ারুল ইসলাম আকন্দ, মুহাম্মদ গোলাম রসুল, কামরুজ্জামান তুহিন, নান্দাইল সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুল ইসলাম হায়দার।

আরও পড়ুন : ভিপি নুরের বিরুদ্ধে মামলার আবেদন

ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন ফুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ, ঝিনাইগাতি সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শহীদুল ইসলাম, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ সাজ্জাদ আহাম্মেদ, ধনবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তারুজ্জামান, করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক আজিজুর রহমান, নান্দাইর সরকারি কলেজের প্রভাষক আবদুল জব্বার চৌধুরী, বারহাট্টা সরকারি কলেজের উপাধ্যক্ষ আবদুল ওয়াদুদ, সরকারি এ কে মেমোরিয়াল কলেজের উপাধ্যক্ষ একরামুল হক প্রমুখ।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড