• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্কুলে টর্চার সেল, সভাপতিকে অপসারণের দাবি

  শিক্ষা ডেস্ক

১০ ডিসেম্বর ২০১৯, ১৪:০৫
মতিঝিল মডেল স্কুল
মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ (ছবি : সংগৃহীত)

রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আওলাদ হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্কুলটির শিক্ষক ও অভিভাবকরা।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শত শত অভিভাবক, শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।

স্কুলের অভ্যন্তরে সভাপতি আওলাদ হোসেনের ‘টর্চার সেলে’ শিক্ষক নির্যাতনের ভায়বহ বর্ণনা দিয়েছেন নির্যাতিত শিক্ষকরা। তারা জানান, টর্চার সেলে নিয়ে শিক্ষকদের অকথ্য ভাষায় গালমন্দ করেন সভাপতি। কথায় কথায় বরখাস্ত করেন শিক্ষকদের। প্রতিষ্ঠানের কোটি কোটি টাকাও আত্মসাৎ করেছেন তিনি।

মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ওমর ফারুক বলেন, ‘আমার বাবা নেই। তিনি আমার বাবা-মা নিয়ে গালাগালি করেন। প্রত্যেকটা টিচারকে সে গালাগালি করেন। স্কুলে একটা টর্চার সেল বানিয়েছেন। প্রবেশের সময় মনে হবে জান্নাত আর বের হবার সময় কেঁদে বের হতে হয়। আমাকে দুইবার সে সাসপেন্ড করেছেন। বিনিময়ে টাকা চেয়েছেন। আওয়ামী লীগের দক্ষিণের সাবেক নেতা সে, এমন হুমকি দেওয়ায় টাকা দিয়েছি।’

আরও পড়ুন : ছুটিতে ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষকদের ক্ষোভ

সেলিনা আক্তার জাহান নামের আরেক শিক্ষক বলেন, ‌‘আমি ২৫ বছর ধরে চাকরি করছি। সে আমাদের ওপর নানা অত্যাচার করেছে। স্কুলের ফান্ড লুট করে ফেলেছে সে। চাকরি শেষে আমরা কি নিয়ে যাবো? সে ফকির থেকে চারটা বাড়ির মালিক হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতিসত্বর তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হোক। তার দ্রুত পদত্যাগ দাবি করি। না হলে আমরা অবস্থান কর্মসূচি পালন করবো।’

অপর এক শিক্ষক বলেন, ‘উনি ওনার মেয়ের চিকিৎসা খরচ চালাতে পারতেন না। এখানে আসার পর তিনি চারটা বাড়ির মালিক হয়েছেন। আমাদের জানামতে তার কোনো ব্যবসা বাণিজ্য নেই। আমরা প্রত্যেকটা শিক্ষক তার নির্যাতনের শিকার হয়েছি। তার অস্ত্রধারী বাহিনী নিয়ে সর্বক্ষণ আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। আমরা তার দ্রুত পদত্যাগ দাবি করছি।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড