• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৯ ডিসেম্বর জেএসসির ফল প্রকাশের সম্ভাবনা

  শিক্ষা ডেস্ক

০৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৯
শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয় (ছবি : সংগৃহীত)

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল আগামী ২৯ ডিসেম্বর প্রকাশ করা হতে পারে। এই ফল প্রকাশের জন্য ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যে দিন সম্মতি দিবেন সে দিনই ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফল প্রকাশ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের সূত্র জানায়, ২৯ থেকে ৩১ ডিসেম্বর এই তিন দিনের যে কোনো দিন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ৩০ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের নির্ধারিত সভা থাকায় ২৯ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাবনা বেশি।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির বলেন, ‘আমরা ফল প্রকাশের জন্য আলাদা কোনো প্রস্তাব করিনি। জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশের দিনই পিইসি পরীক্ষার ফল প্রকাশের জন্য বলেছি। শিক্ষা মন্ত্রণালয় ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব করেছে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড