• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আরও ৭৫৮ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বোর্ডে তলব

  শিক্ষা ডেস্ক

০২ ডিসেম্বর ২০১৯, ১৪:২৭
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ছবি : সংগৃহীত)

এমপিও পাওয়া নতুন আরও ৭৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ঢাকা বোর্ডে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বরিশাল বোর্ডের অধীনে থাকা ৭৭টি, চট্টগ্রাম বোর্ডের ১৩৭টি, দিনাজপুর বোর্ডের ১৬৩টি, যশোর বোর্ডের ২০৮টি ও রাজশাহী বোর্ডের অধীনে থাকা ১৭৩ শিক্ষাপ্রতিষ্ঠান এ নির্দেশনার আওতায় রয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম বোর্ডের অধীনে ৪৭টি নিম্ন মাধ্যমিক, ৫টি স্কুল অ্যান্ড কলেজ ৬টি উচ্চ মাধ্যমিক কলেজসহ মোট ৫৮টি প্রতিষ্ঠানের প্রধানকে, ৫ ডিসেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম বোর্ডের অধীনে ৭৯টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানকে, ৮ ডিসেম্বর সকাল ১০টায় বরিশাল বোর্ডের অধীনে ১৩টি নিম্ন মাধ্যমিক, ৪৩টি মাধ্যমিক, ৬টি স্কুল অ্যান্ড কলেজ, ১৫টি উচ্চ মাধ্যমিক কলেজসহ মোট ৭৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে ঢাকা বোর্ডে এমপিও সংক্রান্ত কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আর আগামী ৯ ডিসেম্বর সকাল ১০টায় দিনাজপুর বোর্ডের অধীনে ৪৪টি নিম্ন মাধ্যমিক, ১০টি স্কুল অ্যান্ড কলেজ, ১৩টি উচ্চ মাধ্যমিক কলেজসহ মোট ৬৭টি, ১০ ডিসেম্বর সকাল ১০টায় দিনাজপুর বোর্ডের অধীনে ৯৬টি মাধ্যমিক বিদ্যালয়ের, ১১ ডিসেম্বর সকাল ১০টায় রাজশাহী বোর্ডের অধীনে ৫৩টি নিম্ন মাধ্যমিক, ৩৫টি মাধ্যমিকসহ মোট ৮৮টি প্রতিষ্ঠানের প্রধানকে, ১২ ডিসেম্বর সকাল ১০টায় রাজশাহী বোর্ডের অধীনে ৭১টি মাধ্যমিক, ৯টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৫টি উচ্চ মাধ্যমিক কলেজসহ মোট ৮৫টি প্রতিষ্ঠানের প্রধানকে আসতে বলা হয়েছে।

এছাড়া আগামী ২২ ডিসেম্বর সকাল ১০টায় যশোর বোর্ডের অধীনে ৫৬টি নিম্ন মাধ্যমিক, ৫০টি মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১০৬টি প্রতিষ্ঠানের প্রধানকে এবং ২৩ ডিসেম্বর সকাল ১০টায় যশোর বোর্ডের অধীনে ৭৬টি মাধ্যমিক, ৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ২০টি উচ্চ মাধ্যমিক কলেজসহ মোট ১০২টি প্রতিষ্ঠানের প্রধানকে ঢাকা বোর্ডে এমপিও সংক্রান্ত কাগজপত্র নিয়ে আসতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

নতুন এমপিওভুক্তির তালিকায় স্থান পাওয়া এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে এমপিওভুক্তির তথ্য যাচাইয়ে কাগজপত্রের মূল কপি ও ১ সেট ফটোকপি নিয়ে বোর্ডে উপস্থিত থাকতে হবে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড