• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিবন্ধনের ভাইভায় ফটো আইডি বাধ্যতামূলক

  শিক্ষা ডেস্ক

২২ নভেম্বর ২০১৯, ১৮:৫৬
এনটিআরসিএ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (ছবি : সংগৃহীত)

১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় ছবিসহ পরিচয়পত্র নিয়ে আসা বাধ্যতামূলক বলে জানিয়েছেন এনটিআরসিএর চেয়ারম্যান। সনদপত্রে ছবি না থাকায় প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নিয়ে ভাইভায় আসতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম আশফাক হুসেন এ তথ্য নিশ্চিত করেন।

অনেক প্রার্থী ভাইভায় ফটো আইডি বা জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে না আসায় তথ্য ও সনদ যাচাইয়ে অসুবিধায় পড়তে হচ্ছে। জাতীয় পরিচয়পত্র বা ফটো আইডি নিয়ে ভাইভায় অংশগ্রহণের বিষয়ে প্রবেশপত্রে উল্লেখ করা হলেও তা আনছেন না প্রার্থীরা। যদিও প্রথম দিকের পরীক্ষায় বেশ কয়েকজন প্রার্থীকে পরীক্ষার পরে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করার সুযোগ দেয়া হয়েছিল।

এনটিআরসিএর চেয়ারম্যান বলেন, ‘শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষায় প্রার্থীদের সনদ যাচাই করে দেখা হয়। সনদপত্রে কোনো ছবি থাকে না। নিবন্ধন সনদ নিয়ে চাকরি করেছেন এমন অনেকের শিক্ষা সনদ জাল পাওয়া গিয়েছে। তাই, প্রার্থীদের পরিচয় নিশ্চিত হতে তাদের জাতীয় পরিচয়পত্র বা সরকার প্রদত্ত ফটো আইডি নিয়ে আসতে বলা হয়েছে।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড