• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রাক প্রাথমিকে আনুষ্ঠানিক পরীক্ষা নয়

  শিক্ষা ডেস্ক

১৯ নভেম্বর ২০১৯, ১৭:৫৫
শিক্ষা অধিদপ্তর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ছবি : সংগৃহীত)

প্রাক প্রাথমিক শ্রেণি কার্যক্রমে কোনো অবস্থাতেই আনুষ্ঠানিক পরীক্ষা গ্রহণ করা যাবে না জানিয়ে শিক্ষকদের উদ্দেশে জরুরি আদেশ জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, প্রাক প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরিচালনায় কোমলমতি শিক্ষার্থীদের জন্য কোনরূপ আনুষ্ঠানিক লিখিত পরীক্ষার কথা কারিকুলামে উল্লেখ নেই। অথচ মাঠ পর্যায় হতে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, কোথাও কোথাও প্রশ্নপত্র ছাপিয়ে প্রাক প্রাথমিক শিশুদের আনুষ্ঠানিক লিখিত পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

এতে আরও বলা হয়, নিয়ম না থাকা সত্বেও পরীক্ষা গ্রহণ অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। এ ধরনের পরীক্ষা শিশুদের সামগ্রিক উন্নয়নের অন্তরায় ।

এমতাবস্থায়, প্রাক প্রাথমিক শ্রেণি কার্যক্রমে কোনো অবস্থাতেই আনুষ্ঠানিক লিখিত পরীক্ষা গ্রহণ করা যাবে না। যদি পরীক্ষা গ্রহণ করা হয় তাহলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড