• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘শিক্ষকই পারে শিশুর সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে’

  শিক্ষা ডেস্ক

১৯ নভেম্বর ২০১৯, ১৩:২৬
কাজী শরীফ উদ্দিন
কাজী শরীফ উদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন প্রফেসর মু. জিয়াউল হক (ছবি : সংগৃহীত)

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক। তিনি বলেন, ‘একজন শিক্ষকই পারে শিশুর সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে। এ কাজে মূল শিক্ষার পাশাপাশি সকল সহশিক্ষা কার্যক্রম থাকা দরকার।’

মঙ্গলবার (১৯ নভেম্বর) সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্লাস পার্টি ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯- এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, ‘কঠোর নিয়মানুবর্তিতা, সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা, অধ্যবসায় ইত্যাদি গুণের সমন্বয়ে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ যেভাবে সাফল্য অর্জন করে যাচ্ছে তা সত্যিকার অর্থে রোল মডেল।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ও মিডিয়া ব্যক্তিত্ব আফসানা মিমি। তিনি বলেন, ‘প্রকৃত জ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। শুধু শিক্ষিত হলেই হবে না, প্রকৃত মানুষ হতে না পারলে শিক্ষা মূল্যহীন। তাই শিক্ষকদেরকে আগামী প্রজন্ম যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতি লে. কর্নেল কাজী শরীফ উদ্দিন বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যত। তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ায় অংশগ্রহণ করতে হবে।’

অনুষ্ঠান শেষে ২০১৯ সালের জাতীয় শিক্ষা সপ্তাহের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে লে. কর্নেল কাজী শরীফ উদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দেন প্রফেসর মু. জিয়াউল হক। এরপর জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন বিশেষ অতিথি।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড