• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর!

  শিক্ষা ডেস্ক

১৮ নভেম্বর ২০১৯, ১৪:১৯
শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয় (ছবি : দৈনিক অধিকার)

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবনা অনুমোদন করেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রশাসনিক ও সরকারি নানা কাজের কারণে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ক্লাস নিতে পারেন না। এমনকি এই সুযোগে প্রায় সময় প্রধান শিক্ষকরা স্কুলে অনুপস্থিত থাকেন। শুধু তাই নয়, বেশির ভাগ শিক্ষকই এই সুযোগকে কাজে লাগিয়ে ‘ফাঁকিবাজি’ করে থাকেন। তবে বিদ্যমান এমন পরিস্থিতি নিরসনের জন্য সরকার সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন করেছে। এখন দ্রুততার সঙ্গে পদ সৃষ্টি সংক্রান্ত অন্যান্য প্রক্রিয়া শেষ করার কাজ চলছে। এ পদ অনুমোদন পেলে সহকারী শিক্ষকদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।’

সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রধান মুখপাত্র বদরুল আলম বলেন, ‘প্রধান শিক্ষকদের সরকারি নানা কাজে প্রায়ই বিদ্যালয়ের বাইরে থাকতে হয়। প্রধান শিক্ষক বিদ্যালয় ত্যাগ করলে অনেকেই দাপ্তরিক কাজ ছেড়ে গল্পগুজব করেন। শিক্ষার স্বার্থে এ পদ জরুরি। তবে শিক্ষকদের গ্রেড পরিবর্তন সংক্রান্ত দাবি বিবেচনায় রেখেই পদটি সৃষ্টি করতে হবে।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড