• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ত্রিশালের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ফারহানা জামান

  শিক্ষা ডেস্ক

১৫ নভেম্বর ২০১৯, ১৮:১৪
ফারহানা জামান
শিক্ষক ফারহানা জামান (ছবি : সংগৃহীত)

ময়মনসিংহের ত্রিশালে ২০১৯ সালের প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বইলর কানহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারহানা জামান।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ত্রিশাল উপজেলার পরীক্ষা ও যাচাই-বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করেছে।

ফারহানা জামান ২০০৯ সালে আংরার চরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১০-১১ শিক্ষাবর্ষে ময়মনসিংহ পিটিআই থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি।

তিনি বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন কর্তৃক মনোনীত একজন গাইডার। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আকর্ষণীয় পাঠদান থেকে শুরু করে সমাবেশ, খেলাধুলা, সাংস্কৃতিক, কাব কার্যক্রম, হলদে পাখির দল, ডিবেটিং ক্লাব গঠন, পরিবেশ ক্লাব কার্যক্রম, স্পোকেন ইংলিশ ক্লাস, সমাপনী ব্যাচের বিশেষ ক্লাস নেওয়া সহ প্রতিটি ক্ষেত্রেই রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ।

বইলর কানহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন বলেন, ‘ফারহানা জামান আমার বিদ্যালয়ের গর্ব। বিদ্যালয়ের সকল কাজে তার আগ্রহ, উদ্দীপনা, দায়িত্ববোধ আমাকে মুগ্ধ করে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের কাছে তিনি খুব জনপ্রিয়। যাচাই-বাছাই কমিটিকে ধন্যবাদ জানাই সঠিক শিক্ষক নির্বাচনের জন্য।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড