• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাক চেপে যেতে হয় স্কুলে!

  সাইফুল্লাহ হাসান, মৌলভীবাজার

১৫ নভেম্বর ২০১৯, ১৭:২৯
মৌলভীবাজার
বিদ্যালয়ের সড়কের পাশে ফেলে রাখা ময়লা আবর্জনা (ছবি : সংগৃহীত)

মৌলভীবাজারের জুড়ী উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ময়লা আবর্জনার স্তূপের দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা। ময়লার দুর্গন্ধে ব্যহত হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ কার্যক্রম।

জুড়ী বাজারের দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী পড়ালেখা করেন। এই দুটি প্রতিষ্ঠানে প্রবেশের রাস্তার দুই পাশে আবর্জনার স্তূপ। বিদ্যালয়ের আশেপাশের দোকানিদের ও বাজারের ময়লা-আবর্জনা এই স্থানে ফেলার কারণে এমন স্তূপ হয়েছে। দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। আবর্জনার স্তূপ সরানোর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।

শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ স্থান থেকে দ্রুত ময়লা-আবর্জনার স্তূপ সরানোর দাবি জানিয়েছে উপজেলা বাসী।

কথা হয় শিক্ষার্থী তাহিয়া আক্তারের সাথে। সে জানায়, প্রতিদিন এসব ময়লা- আবর্জনার পরিমাণ বাড়ছে। স্কুলে যেতে হলে নাক চেপে যেতে হয়। এত দুর্গন্ধ, বলার বাইরে। আমরা দ্রুত এ স্থান থেকে বর্জ্য অপসারণের দাবি জানাই।

এই স্থান দিয়ে নিয়মিত যাতায়াত করেন সালমান আহমদ। তিনি জানান, ‘আমাকে এই রাস্তা দিয়েই প্রতিদিন চলাচল করতে হয়। দুর্গন্ধের কারণে অনেক কষ্ট করে যাতায়াত করি। বিকল্প কোনো রাস্তাও নেই। বাধ্য হয়েই ময়লা আবর্জনার স্তূপের পাশ দিয়ে যাতায়াত করতে হচ্ছে।’

স্থানীয় কয়েকজন দোকানির সঙ্গে কথা হলে তারা জানায়, কে বা কারা এইসব ময়লা আবর্জনা ফেলে রাখে তা আমরা দেখছি।

আরেক দোকানি জানান, আশেপাশে কোথাও ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো স্থান নেই বা ডাস্টবিনও নেই। এ কারণে বাধ্য হয়েই এখানে ময়লা-আবর্জনা ফেলতে হয়। তবে নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হলে সেখানে আর কেউ ময়লা ফেলবে না।

এ বিষয়ে দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ভূঁইয়া দৈনিক অধিকারকে বলেন, ‘এসব ময়লার দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। আশেপাশের দোকানিরা এসব ময়লা ফেলে রাখে। তাদের অনেকবার বলা হয়েছে এখানে ময়লা না ফেলতে। তারপরও তারা শুনে না। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি।’

উপজেলা নির্বাহী অফিসার অসিম চন্দ্র বনিক দৈনিক অধিকারকে বলেন, ‘বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি। খুব শিগগিরই ময়লা অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড