• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রাথমিকের ডিজিটাল হাজিরা নিয়ে মনিটরিং কমিটি

  শিক্ষা ডেস্ক

১৫ নভেম্বর ২০১৯, ১১:৩৯
মন্ত্রণালয়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (ছবি : দৈনিক অধিকার)

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ডিজিটাল হাজিরা ক্রয়-সংক্রান্ত মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সকল প্রাথমিক বিদ্যালয়ে মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্পেসিফিকেশন ও স্পষ্টীকরণের আলোকে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হচ্ছে কি না, তা মনিটর করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিটি উপজেলা/থানায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

তিন সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে বিভাগীয় উপপরিচালক- আহ্বায়ক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার- সদস্য, উপজেলা/থানা শিক্ষা অফিসার- সদস্য সচিব।

এতে আরও বলা হয়, সরকারি সংশ্লিষ্ট সকল প্রাথমিক বিদ্যালয়ে মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্পেসিফিকেশন ও স্পষ্টীকরণের আলোকে ক্রয়/স্থাপন করা হয়েছে কি না, তা মনিটর করবে কমিটি।

সংশ্লিষ্ট বিদ্যালয়ে মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্পেসিফিকেশন ও স্পষ্টীকরণের আলোকে ক্রয়/স্থাপনে ব্যত্যয় হলে কমিটি মন্ত্রণালয়ে প্রতিবেদন আকারে দাখিল করবে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড