• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩৮ শিক্ষককে তলব করেছে ঢাকা বোর্ড

  শিক্ষা ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ১৭:০৮
শিক্ষা বোর্ড
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা (ছবি : সংগৃহীত)

বিভিন্ন স্কুলের ৩৮ জন শিক্ষককে তলব করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সভায় তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বাদী-বিবাদী হিসেবে তাদেরকে তলব করা হয়েছে। শিক্ষা বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ (নভেম্বর) সকাল ১০টায় ঢাকা বোর্ডের সভা কক্ষে আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিষ্পত্তিতে বাদী-বিবাদী এ ৩৮ শিক্ষককে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এর আগে গত রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকা বোর্ডের সভা কক্ষে আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড