• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুলক্রমে এমপিওভুক্তির তালিকায় ঢুকে পড়া প্রতিষ্ঠানগুলো চিহ্নিত

  শিক্ষা ডেস্ক

১০ নভেম্বর ২০১৯, ১১:৪৫
শিক্ষা
শিক্ষা মন্ত্রণালয় (ছবি : দৈনিক অধিকার)

ভুলক্রমে এমপিওভুক্তির তালিকায় ঢুকে পড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। ভুল বা যুদ্ধাপরাধীদের নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এবং সরকারিকরণ ও ইতোমধ্যে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলো সম্পর্কে একটা সারাংশ তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া স্বীকৃতির সমস্যার কারণে ভুল হওয়া প্রতিষ্ঠানগুলোও চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এক কর্মকর্তা জানান, ‘স্বীকৃতির গলদে, প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া ভুল তথ্যের কারণে, শিক্ষা বোর্ড কর্তৃক প্রতিষ্ঠান সম্পর্কে অসম্পূর্ণ তথ্য দেওয়ার কারণসহ বিভিন্নভাবে তালিকায় ঢুকে পড়া ভুল প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করা হয়েছে। সারাংশটাসহ ভুল প্রতিষ্ঠানের তালিকা শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে আসছে সপ্তাহে।’

প্রসঙ্গত, গেল ২৩ অক্টোবর দুই হাজার ৭৩০ প্রতিষ্ঠানের এমপিওভুক্তির তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রাণালয়। এর পরপরই যুদ্ধাপরাধীর নামে, প্রায় অস্তিত্বহীন, সরকারিকৃত, এমপিওভুক্ত, ভাড়াবাড়িতে ও ট্রাস্ট পরিচালিতসহ বিভিন্ন ধরনের অনিয়ম ও অসঙ্গতির তথ্য প্রকাশ করে দেশের বিভিন্ন গণমাধ্যম।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড