• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে মন্ত্রণালয় কাজ করবে’

  শিক্ষা ডেস্ক

০৯ নভেম্বর ২০১৯, ১১:২২
শিক্ষা
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ছবি : সংগৃহীত)

বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তিনি জানান, দেশে এখন পাবলিক ও বেসরকারি মিলিয়ে মোট ১৫১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়েকটিতে নানা কারণে বিভিন্ন ধরনের সমস্যা আছে, বিশ্ববিদ্যালয়গুলোর কোথাও কোথাও সমস্যা আছে, সেগুলো নিয়ে মন্ত্রণালয় কাজ করবে।‌

শুক্রবার (৮ নভেম্বর) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অষ্টম অ্যাকাডেমিয়া ইংরেজি গণিত অলিম্পিয়াড অনুষ্ঠানে এসব তথ্য জানান ড. দীপু মনি।

তিনি আরও জানান, কোথাও যদি কোনো সমস্যা চিহ্নিত হলে সে অনুযায়ী কেউ যদি প্রমাণসহ অভিযোগ করেন তাহলে আমরা দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হব না।

শিক্ষামন্ত্রী জানান, শুধু অভিযোগ করাটা যথেষ্ট নয়, অভিযোগের সঙ্গে তথ্য প্রমাণ থাকতে হবে। কেউ যদি অভিযোগের পর তথ্য প্রমাণ না দিতে পারেন, শুধু শুধু অভিযোগ করে অচল অবস্থা সৃষ্টি করার কোনো একটা পাঁয়তারা করেন, সেটিকেও আমাদের কঠোরভাবে দেখতে হবে।

বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারের সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ নেই উল্লেখ করে দীপু মনি জানান, বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারের সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ নেই। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের সঙ্গে, শিক্ষক সমিতিগুলোর সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগে আছি। আমরা যেকোনো সমস্যা সমাধানে তাদের পাশে আছি, থাকব।‌

শিক্ষামন্ত্রী আরও জানান, আপনারা দেখেছেন গত ‌১০ বছরে মন্ত্রণালয় শিক্ষার জন্য কাজ করছে, আগে আমাদের লক্ষ্য ছিল শিক্ষিতের হার বাড়ানো এবং আমরা অনেকাংশে সফল। এখন আমাদের লক্ষ্য পর্যায়ক্রমে শিক্ষার মান উন্নয়ন করা আর এই জন্য বিদ্যালয়গুলোকে এমপিওভুক্ত করা হচ্ছে পাশাপাশি শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।‌

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড