• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জরাজীর্ণ স্কুল, বরাদ্দের টাকা কোথায় যায়?

  শিক্ষা ডেস্ক

০৮ নভেম্বর ২০১৯, ১৮:৫২
জরাজীর্ণ শ্রেণিকক্ষ
জরাজীর্ণ শ্রেণিকক্ষে পাঠদান করছেন শিক্ষক (ছবি : সংগৃহীত)

অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের জন্য প্রতি বছর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মতো বরাদ্দ পেয়ে থাকে সরকারের পক্ষ থেকে। শুধু তাই নয় সংসদ সদস্যের অনুরোধে টেস্ট রিলিফের অর্থও স্কুল মেরামতে দেওয়া হয়। কিন্তু তারপরও দেশের বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ। তাহলে এই অর্থ কোথায় যায়, এটাই প্রশ্ন।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসাইন বলেন, ‘যথাযথ তদারকি আর বছরের শেষ সময়ে বরাদ্দ দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে অর্থের ব্যবহার যে ঠিকমতো হয় না, সেটি অস্বীকার করার উপায় নেই।’

তিনি বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটি, উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন কমিটি করে অর্থ খরচ করার নিয়ম। আর মন্ত্রণালয় থেকে তদারকির জন্য দায়িত্ব দেওয়া হয় জেলা প্রশাসককে। তিনি নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তদারক করে থাকেন। ক্ষেত্র বিশেষে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারাও তদারক করে থাকেন।’

সচিব বলেন, ‘অর্থের যথাযথ ব্যবহারের সুবিধার্থে এবার এপ্রিলেই বরাদ্দ দেওয়া হবে। পরিমাণও বাড়ানো হচ্ছে। এ ক্ষেত্রে সময়মতো কাজ শেষ করার সুযোগ দিয়ে তদারকি ব্যবস্থায়ও পরিবর্তন আনা হচ্ছে।’

বিভিন্ন উপজেলার প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, দুর্বল তদারকি আর সেই সুযোগে পরিচালনা পরিষদ, স্কুল প্রধান এবং স্থানীয় প্রশাসনের যোগসাজশে প্রকৃতপক্ষে এসব টাকার উল্লেখযোগ্য অংশই ব্যবহৃত হয় না। এ সব বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন অনেকেই।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড