• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্থগিত করা হয়েছে আবিপ্রবির সমাবর্তন

  ক্যাম্পাস ডেস্ক

২৭ অক্টোবর ২০১৯, ০০:৪৫
আবিপ্রবি
আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ছবি : সংগৃহীত)

স্থগিত করা হয়েছে আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আবিপ্রবি) সমাবর্তন অনুষ্ঠান। রাষ্ট্রপতির দ্বারা নিয়োগপ্রাপ্ত উপাচার্য, সহ উপাচার্য ও কোষাধ্যক্ষকে বাদ দিয়েই সমাবর্তনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি।

শনিবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলো খালি রয়েছে। যে কারণে তাদের সমাবর্তন স্থগিত করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল গফুর বলেন, ‘এখন সমাবর্তনের নতুন তারিখ ঠিক করা হবে।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অর্জিত ডিগ্রির সনদে মূল স্বাক্ষরকারী হবেন উপাচার্য। কিন্তু আহসানউল্লাহ ইউনিভার্সিটির শীর্ষ এই পদে চলতি দায়িত্বও কাউকে দেননি রাষ্ট্রপতি।

এ অবস্থায় সমাবর্তন আয়োজনের ফলে অর্জিত সনদ প্রশ্নের মুখে পড়ে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড