• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পিস্তলসহ আটক হওয়া ঢাবির ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার

  ক্যাম্পাস ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ১৮:৪১
ঢাবি
ইনসেটে বহিষ্কৃত ২ ছাত্রলীগ নেতা তুষার ও বকর (ছবি : সম্পাদিত)

পিস্তলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজি মুহম্মদ মুহসীন হল থেকে আটক হওয়া ছাত্রলীগের সাবেক ২ নেতাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৩ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেন।

গত ৮ অক্টোবর রাতে মুহসীন হলের ১২১ নম্বর কক্ষ থেকে পিস্তল, বটি, সিসি ক্যামেরা, হাতুড়ি, লাঠিসহ ছাত্রলীগের এই দুই সাবেক নেতাকে আটক করা হয়। ফলে বিশ্ববিদ্যালয় থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক হাসিবুর রহমান তুষার এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র ও ঢাবি শাখা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক উপ-সম্পাদক আবু বকর।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, ‘তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই বিষয়ক চিঠির জবাব সাতদিনের মধ্যে দিতে বলা হয়েছে।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড