• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেসবুকে শিক্ষকের আবেগঘন স্ট্যাটাস : প্রশাসনের বিবৃতি

  বেরোবি প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৯, ১৯:৫২
বেরোবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইনসেটে সহকারী অধ্যাপক আসাদ মন্ডল (ছবি : সম্পাদিত)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদ মন্ডল দেশের বাইরে যাওয়ার অনাপত্তিপত্র (এনওসি) না পেয়ে গত সোমবার ফেসবুকে আবেগ ঘন একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি উল্লেখ করেন, তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার কারণে মাকে নিয়ে দেশের বাইরে যেতে পারছেন না বলে অভিযোগ করেন এই শিক্ষক।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের স্ট্যাটাস দেওয়ায় নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক লিখিত বক্তব্যে বলা হয়, ‘তিনি ভ্রমণ কিংবা চিকিৎসা কোন উদ্দেশ্যে বিদেশে যেতে এবং কোন দেশে যেতে চান সেটি তার আবেদন পত্রে উল্লেখ করেননি। ভিসার উদ্দেশ্য এবং গমনেচ্ছু দেশের নাম উল্লেখ না থাকায় এনওসি ইস্যু করা যায়নি। উপরন্তু তিনি গত সোমবার অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রার দপ্তরে এসে অশোভন আচরণ করেন যা একজন শিক্ষকের ক্ষেত্রে কাম্য নয়। তিনি যথাযথভাবে এনওসির জন্য আবেদন না করে, ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।’

জানতে চাইলে লোকপ্রশাসন বিভাগের শিক্ষক আসাদ মন্ডল বলেন, ‘এনওসির জন্য আমার আবেদন যথাযথ হয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন তা আমাকে স্ট্যাটাস দেয়ার আগে জানায় নি।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড