• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  চুয়েট প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৯, ১৮:৩৩
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৫টায় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

পরীক্ষার ফল চুয়েটের ওয়েবসাইটে বা এই ঠিকানায় পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে ‘ক’ গ্রুপে (প্রকৌশল বিভাগগুলো) উত্তীর্ণ ৮৬০ জনের মেধাতালিকা ও ৩ হাজার ১৪০ জনের অপেক্ষমান তালিকা এবং ‘খ’ গ্রুপে (স্থাপত্য বিভাগ) উত্তীর্ণ ৩০ জনের মেধাতালিকা এবং ২১৫ জনের অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে।

এছাড়া উপজাতীয় ও রাখাইন সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসনে এগারো জনের মেধাতালিকা প্রকাশ করা হয়। এ দিকে ৬ নভেম্বর সকাল ৯টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানা যায়।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর চুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় ১২টি বিভাগে ৮৯০ আসনের (১১টি উপজাতি কোটাসহ সর্বমোট ৯০১ আসন) বিপরীতে মোট ৮ হাজার ৪৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে প্রথম পর্যায়ে মোট ৪ হাজার জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ৩০ শতাংশ।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড