• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

গ্রুপের নামে চিকামারা বা পোস্টারিং নিষিদ্ধ

  চবি প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৯, ১৫:৩১
চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ইনসেটে ছাত্রলীগের লোগো) (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বগি ভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও বগি কেন্দ্রিক সৃষ্টি হওয়া ছাত্রলীগের উপগ্রুপগুলো সক্রিয় রয়েছে। আসন্ন ভর্তি পরীক্ষাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে নতুন করে কয়েকটি গ্রুপকে বিভিন্ন স্থানে চিকামারতে দেখা গেছে। এ বিষয়ে এবার কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক বিবৃতিতে বগির নামে চিকা, পোস্টার লাগালেও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

ছবি

সংবাদ বিজ্ঞপ্তি (ছবি : সংগৃহীত)

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শাটল ট্রেনের বগি ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকায় বিভিন্ন বগির নামে চিকামারা, টি-শার্ট, প্ল্যাকার্ড, স্লোগান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। এবং শাখা ছাত্রলীগের কোনো নেতাকর্মী এ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল দৈনিক অধিকারকে জানান, আমরা এ ব্যাপারে কেন্দ্রের নির্দেশনা পেয়েছি। সে হিসেবে আর কোথাও কোনো ছাত্রলীগ কর্মী এ কাজ করবে না। যেসব চিকা মারা হয়েছে, সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুছে দেবে অথবা এগুলো এমনিতেই মুছে যাবে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড