• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবিতে ‘অবাঞ্ছিত’ ছাত্রদল ফের মধুর ক্যান্টিনে

  ঢাবি প্রতিনিধি

২১ অক্টোবর ২০১৯, ১১:৫২
ঢাবি
মধুর ক্যান্টিন (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলকে মুক্তিযুদ্ধ মঞ্চ অবাঞ্ছিত ঘোষণা করার পরও তারা ফের মধুর ক্যান্টিনে জড়ো হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার পর মধুর ক্যান্টিনে যান ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের জন্য নির্ধারিত চেয়ার ও টেবিলে বসেন তারা। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত আছেন।

তবে কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এখনো মধুর ক্যান্টিনে যাননি। তবে সভাপতি প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত আছেন বলে জানা গেছে।

মধুর ক্যান্টিনে উপস্থিত ছাত্রদল নেতা নিজাম উদ্দিন রিপন বলেন, সকাল থেকেই তারা মধুর ক্যান্টিনে আছেন। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এখনো আসেননি, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন।

প্রসঙ্গত, রবিবার (২০ অক্টোবর) দুপুরে মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতাকর্মীদের অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তাদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড