• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ক্রাশ কনফেশন পেজের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন

  চবি প্রতিনিধি

২০ অক্টোবর ২০১৯, ১৮:০৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ক্রাশ অ্যান্ড কনফেশনের কিছু পেজ (ছবি : সম্পাদিত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অজ্ঞাতনামা কয়েকজন ক্রাশ অ্যান্ড কনফেশন নাম দিয়ে কয়েকটি ফেসবুক পেজ পরিচালনা করে থাকেন। অনেকেই মজার ছলে এসব পেজের ইনবক্সে কিছু লিখে পাঠালে অ্যাডমিন প্যানেল তা কপি করে পেজে পোস্ট করে দেয়।

প্রথম দিকে তেমন কোনো আপত্তিকর কিছু চোখে না পড়লেও ইদানিং এ সকল পেজে আপত্তিকর বেশ কিছু পোস্ট হয়েছে। অনুমতি ছাড়া কিছু মেয়েদেরও ছবি আপ করা হয়েছে। এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। অনেকেই বিভিন্ন গ্রুপে এ সকল পেজের আপত্তিকর পোস্টের স্ক্রিনশট দিয়ে ক্ষোভ ঝাড়ছেন।

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সজিব তালুকদার বলেন, ‘প্রথম দিকে ফান করে পোস্ট করলেও ইদানিং এ সব পেজে আপত্তিকর অনেক কিছু দেখা যায়। এসব কারণে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়।’

এ ব্যাপারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ফারহা বিনতে নুর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ইদানিং দেখি এ সব পেজে ছবি দিয়ে পোস্ট করে। বিশেষ করে মেয়েদের ছবি অনুমতি ছাড়া পোস্ট করে। এটা খুব খারাপ।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রিফাত রহমান দৈনিক অধিকারকে জানান, ‘বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা লিখিত অভিযোগও পেয়েছি। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমরা এ ব্যাপারে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনে ওদের থেকে সাহায্য নেবো। ইতোমধ্যে আমরা সন্দেহভাজন ২ জন অ্যাডমিনকে চিহ্নিত করেছি। তদন্তের স্বার্থে আপাতত নাম প্রকাশ করছি না।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড