• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাবিপ্রবিতে ভর্তি আবেদনের মেয়াদ ৪ দিন বৃদ্ধি

  হাবিপ্রবি প্রতিনিধি:

২০ অক্টোবর ২০১৯, ১৬:১৩
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার আবেদনের মেয়াদ ৪ দিন বৃদ্ধি করা হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভর্তি পরীক্ষার আবেদনের মেয়াদ ২৪ অক্টোবরের পরিবর্তে ২৮ অক্টোবর শেষ হবে এবং ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।’

এ বছর বিশ্ববিদ্যালয়ে ৪টি ইউনিটে ২০০৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। বিদেশি শিক্ষার্থীদের জন্য ৩০টি ও বিকেএসপির জন্য ৫টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়াও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, আদিবাসীদের ১ শতাংশ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ১ শতাংশ কোটা রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

ভর্তি পরীক্ষার আবেদন ফি ৫০০ টাকা। অনলাইনে অথবা মোবাইল এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে। মোবাইল ব্যাংকিং, রকেট, বিকাশ অথবা শিউর ক্যাশের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দেওয়া যাবে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। ভর্তি পরীক্ষা ২ থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত সকল তথ্য পাওয়া যাবে।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড